নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে নাকাল জনজীবন। বেশি অসহায় চরাঞ্চলের জনসাধারণ। আর এই অঞ্চলের অসহায় ব্যক্তিদের মুখে সামান্য হাসি ফোটানোর চেষ্টা করেছে “বুলন্দর সমাবয় সমিতি” নামক একটি সংগঠন। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বি.এন.পির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশক্রমে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মাশুমদিয়া ইউনিয়নের ৮ং ওয়ার্ড বি.এন.পির নেতা মো. নাদের মোল্লা, মো. শাহীন মোল্লা এবং মো. রব আলী মন্ডলের সার্বিক সহযোগিতায় মাশুমদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি ও বেড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মঞ্জুর আলম শিকদার।
তিনি বলেন, দেশের এ দুঃসময়ে দলমত সব ভেদাভেদ ভুলে আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।