মো. আবু আল সাইদ : বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া নাজমুল হক গণউন্নয়ন পাঠাগারের উদ্যোগে দুইজন ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকার চেক প্রদান ও ৭০ জন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক মো. তসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম খান, উক্ত পাঠাগারের সভাপতি ড. মো. হুজ্জত উল্লাহ, মো. সিরাজুল ইসলাম মোতাহারসহ ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।