Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছে পাবনা কমিউনিটি হাসপাতাল

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ক্রমবর্ধমান হারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে মৃত্যুর হার। ঝুঁকি হয়ে উঠছে গোটা দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা। সেই কঠিন সময়ে ও সংকট মুহূর্তে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এগিয়ে এসেছে বেসরকারি পাবনা কমিউনিটি হাসপাতাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান বলেন, দেশ করোনা দূর্যোগে সংকটময় সময় পার করছে। চিকিৎসক-নার্সসহ চিকিৎসা সেবায় যারা নিয়োজিত রয়েছেন, তারাই মূলত সাহসীযোদ্ধা।
এই ক্রান্তিকালে করোনা রোগীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। করোনা চিকিৎসায় ভয় নয়, সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে।
পাবনা কমিউনিটি হাসপাতাল (নুরপুর বাইপাস) প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে। তাই দেশের এই কঠিন সময়ে ভয় পেয়ে পিছিয়ে নয়, সাহস নিয়ে সামনে এসে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যই পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য উন্মুক্ত করা হয়েছে।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, করোনা চিকিৎসার জন্য পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রক্রিয়া চলমান। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
এই সংকটকালীন সময়ে অনেকেই যখন পিছিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ঢাকা কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষ পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেয়ায় এ জেলার করোনা আক্রান্ত রোগীসহ অন্য জেলার করোনা আক্রান্ত রোগীও চিকিৎসা সেবা পাবেন।
হাসপাতাল কর্তৃপক্ষের উদার মনমানসিকতার কারণে তারা প্রশংসার দাবীদার বলে মনে করেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, ইতোমধ্যে করোনা হাসপাতাল পরিচালনার জন্য ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফরকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
ওই কমিটি পর্যালোচনা করে অচিরেই করোনা হাসপাতালের কাজ শুরু করবে। সিভিল সার্জন আরও বলেন, ইতোমধ্যে ভেন্টিলেটর স্থাপনসহ করোনা রোগীদের চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি সংযোজন করার বিষয়টি প্রক্রিয়াধীন।
ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, এই হাসপাতালের ২৫০ শয্যা থাকলেও বর্তমানে ১০০ শয্যা দিয়ে কাজ শুরু হয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় ১০০ শয্যা দিয়েই করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া শুরু করবো। তিনি আরও বলেন, প্রথম অবস্থায় করোনা প্রাথমিক স্তরের রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। তবে পর্যায়ক্রমে গুরুতর রোগীদের চিকিৎসা দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্টাফ যারা আছেন, তাদের মধ্যে যারা আগ্রহী তারা সরকারের এই উদ্যোগের সাথে জড়িত হবেন।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. রিয়াজুল হক রেজা বলেন, এই হাসপাতালটি ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত। ২০১৮ সালে ২৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যা নিয়ে এর কার্যক্রম শুরু করে।
করোনা ভাইরাস দূর্যোগে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সরকারের সাথে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর