Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদন : করোনায় ভালো নেই পাবনার ইতালি প্রবাসীরা

শেয়ার করতে এখানে চাপ দিন

সোবহান শিকদার, নিজস্ব প্রতিবেদক : করনা ভাইরাস আতংকে সারা পৃথিবী। ইতালিকে বলা হচ্ছে করোনা মৃত্যুর শহর । করোনায় আক্রান্ত হয়ে প্রতি দিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনায় নাকাল ইতালির জনজীবন। করোনা পরিস্থিতি খারাপ দেখে ইতালির প্রধানমন্ত্রী গত ১ মার্চ থেকে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে। জনসাধারণের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে কর্মহীন হয়ে ভয় ভীতির মধ্যে ঘরে দিন কাটাচ্ছে সে দেশের মানুষজন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত ১,৮৯,৯৭৩ জন, মৃত্যুবরণ করেছেন ২৫,৫৪৯ জন আর সুস্থ্য হয়েছেন ৫৭,৫৭৬ জন। (তথ্য : গুগল)
ইতালিতে কর্মসহ বৈধ্য-অবৈধ মিলে মোট প্রায় দুই লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছে । এখন কিছু কিছু বাজার/মার্কেট সীমিত আকারে খোলা শুরু করেছে। আশা করা যাচ্ছে আগামী মাসের ১১ তারিখের ভেতর পরিস্থিতি একটু স্বভাবিক হতে পারে। মুঠোফোনে কথা হয় দীর্ঘদিন ইতালি থাকা প্রবাসী পাবনার সাকিবের সাথে। তিনি বলেন, “সত্যি ভয়ংকর এক অভিজ্ঞতা, চারিদিকে লাশ আর লাশ। আলহামদুলিল্লাহ্‌। আমরা এখন সুস্থ্য ও ভাল আছি। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কী রেখেছেন। তিনি আরও বলেন, আমাদের (প্রবাসীদের) নিয়ে দেশের জনসাধারণের (এমনকি উচ্চ পর্যায়েরও) কথাবার্তা হতাশাব্যঞ্জক। এতে আমরা খুবই মর্মাহত। আমার কি দেশের জন্য কিছুই করি না? দেশে যে রেমিটেন্স পাঠাই তা কি দেশের উপকার আসে না?”
ইতালির মানুষ শান্তিপ্রিয়। বিভিন্ন তথ্য মতে, ইতালির কাউকে চাকুরী থেকে ছাটাই করা হচ্ছে না। ইতালি লকডাউন হলেও যে সমস্ত প্রবাসী কাজে নিয়োজিত ছিলেন, তারা স্বভাবিকভাবে বেতন পাবেন তাদের বেতনের ৮০% হারে । কেননা, এই ৮০% বেতন সকল প্রবাসীরা তাদের কাজের বিনিময়ে সরকারকে ট্যাক্স প্রদানের মাধ্যমে ব্যাংক থেকে গ্রহণ করে থাকেন। লকডাউনের কারণে কাজ না করলেও ইতালি সরকার এ অর্থ দেবে। যা আশার আলো দেখাচ্ছে প্রবাসীদের।
মুঠোফোনে কথা হয় পাবনা জেলা সমিতি রোম ইতালির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বলের সাথে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের তরফ থেকে ইতালিতে বাংলাদেশ দূতাবাসকে ২৫,০০০ ইউরো দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য, যা ২ লক্ষ বাঙালি প্রবাসীদের জন্য অতি সামান্য। কেননা, আমাদের প্রণোদনা সরাসরি ইতালি সরকারের হাতে হস্তান্তর হলে হয়ত এর সুষ্ঠু বণ্টন হত। আর এতে ইতালি সরকারের কাছে বাঙালিদের আলাদা একটা কদর থাকত। আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারতাম। তারপরও সরকারকে ধন্যবাদ সাহায্যের জন্য।
করোনায় ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের অর্থনীতি। আর এর প্রভাব পরবে বাংলাদেশে বসবাসরত লক্ষ লক্ষ পরিবারের উপর; কেননা তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইতালি প্রবাসিদের আয়ের উপর নির্ভরশীল। ফলে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে বাংলাদেশ। পিছিয়ে পড়বে পাবনা জেলা। কেননা পাবনার অনেকেই ইতালিতে থাকে। সে জন্য পাবনার একাধিক স্থানের নামকরণও করা হয়েছে ইতালিপাড়া।
অনেক বিষয় নিয়ে মুঠোফোনে কথা হয় পাবনা জেলা সমিতি রোম ইতালির সভাপতি পারভেজ আলি খানের সাথে। তিনি জানান, এই মুহূর্তে সূস্থ্যভাবে বেঁচে থাকাটাই আল্লাহ্‌র বড় নেয়ামত। ইতালিতে যেভাবে মানুষ মারা যাচ্ছে, আমরা যে বেঁচে আছি, এটা ভাগ্যের ব্যাপার। তিনি আরও বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি মোটেও সুবিধাজনক হবে না। অনেকেই কর্মহীন হয়ে পড়বে। নতুন করে কাজ পেতে বেগ পেতে হবে। সমিতির সভাপতি হিসেবে আমি চেষ্টা করব কর্মহীনদের কর্মের ব্যবস্থা করার। করোনা থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত হবে মাস শেষে সব টাকা দেশে না পাঠিয়ে বেতনের কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া; যা পরবর্তিতে বিপদে কাজে দিবে। তিনি আরও বলেন, ইতালি সরকারকে ধন্যবাদ জানাই, কেননা ইতালি সরকার তার দেশের সকল নাগরিকের জন্য সমান প্রণোদনা বরাদ্দ দিয়েছে। আর এই প্রণোদনার মধ্যে আমরা প্রবাসিরাও অন্তর্ভূক্ত”। করোনা ভাইরাসমুক্ত সুন্দর পৃথিবী আমাদের সবার কাম্য।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর