সাঁথিয়া প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণে দুর্যোগে ও সিয়াম এর মাস রমজান উপলক্ষে পাবনার সাঁথিয়ায় কিছু অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন তরুণ সাংবাদিক মো. তাইজুল ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দীরাম চর গ্রামের ২৩ টি পরিবারকে ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি বুন্দিয়া অসহায়দের মাঝে দেন। সাংবাদিক তাইজুল এর এ কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেন তার ভাই ডা. মো. রবিউল ইসলাম।
সাংবাদিক তাইজুল ইসলাম বলেন, আমাদের সবার উচিত নিজ নিজ স্হান হতে মানুষের এই দুর্দিনে সাহায্য সহযোগিতার মাধ্যমে অসহায় দুস্থ পরিবারের হাতে সামান্য হলেও খাদ্য তুলে দেয়া।