নিজস্ব প্রতিনিধি : করোনার ঝুঁকি জেনেও রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পাবনার কাশিনাথপুরে বিভিন্ন কাঁচাবাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা।
চাহিদা থাকায় বাড়তির দিকে ইফতার সামগ্রীর দাম। প্রতি হালি লেবুর দাম উঠেছে ৪০-৫০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। গত দুইদিন আগেও প্রতি হালি লেবুর দাম ছিল ৩০ টাকা এবং বেগুণের কেজি ৫-১০ টাকা।
এছাড়া কেজিতে ৫ টাকা বেড়েছে সব ধরনের ডালের দর। ঊর্ধ্বমুখী ছোট মাছের দাম। তবে ডিম ও অন্যান্য সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি বিক্রেতাদের।
গতকাল বৃহস্পতিবারে কাশিনাথপুর হাটে ও আজ শুক্রবার সকালে কাশিনাথপুর বাজার ঘুরে মূল্য উর্ধ্বগতির বিষয়টি জানা গেছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) চাঁদ দেখা গেলে শনিবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তাই কাশিনাথপুরের বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। পচনশীল নয়, এমন পণ্য বাড়তি কিনে রাখছেন অনেকেই। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৬০০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।
সবজির মধ্যে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। তবে সহনীয় রয়েছে অন্যান্য সবজির দাম।