Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৬ হাজার টাকা দান করলেন বেড়ার এক মুক্তিযোদ্ধা

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া পৌর এলাকার একজন দরিদ্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পরা অসহায় কর্মহীনদের সহায়তার জন্য নগদ ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গত ২৪ এপ্রিল শুক্রবার বেড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী উপহার বিতরণ করাকালীন স্থানীয় সাংসদ ও ইউএনও’র মাধ্যমে ৩৬ হাজার টাকা দান করেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
জানা যায়, মাত্র ১০০ টাকা দিন হাজিরায় অস্থায়ীভিত্তিতে বেড়া পৌরসভায় পিয়ন পদে কাজ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। বেড়া পৌর এলাকার নতুন এলাকার বাসিন্দা তাঁর ঘর মেরামতের জন্য জমানো ৩৬ হাজার টাকা কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য দান করেন।
এই টাকা ও মুক্তিযোদ্ধার ভাতা বাবদ প্রতিমাসে যে ১২ হাজার টাকা পান তা দিয়েই কোনো রকমে চলে তাঁর সংসার। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেদের মধ্যে এক ছেলে মাছ ধরার কাজ ও অন্য ছেলে গরু কেনাবেচার ব্যবসা করে কোন মতে সংসার চালায়।
দুই ছেলের জন্য দুটি ঘর থাকলেও তাঁর ঘরটি ভেঙেচুরে গেছে । সে ঘর মেরামতের জন্য তিন মাসের মুক্তিযোদ্ধা ভাতা বাবদ পাওয়া ৩৬ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতে কর্মহীনদের কষ্ট দেখে তিনি ঘর মেরামতের সিদ্ধান্ত বাদ দেন। তার বাড়ির কাছেই শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী উপহার বিতরণ কার্যক্রমে অসহায় হতদরিদ্রদের অংশ নিতে দেখে তিনি টাকা নিয়ে সেখানে উপস্থিত হন।
তাঁর ধারণা পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু ও বেড়া উপজেলার নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী তাঁদের দুজনের কাছে ওই টাকা দেওয়া হলে তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি আসিফ শামস রঞ্জন, বেড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ।
এসময় বেড়া পৌর এলাকার স্বল্প আয়ের ও অসহায় হতদরিদ্র ২৫০টি পরিবারের মধ্যে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রকৃত পক্ষেই মহানুভবতার পরিচয় দিয়েছেন। তাঁর দান করা ৩৬ হাজার টাকা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে তিনি জানান।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর