Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

সুজানগরে পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করতে এখানে চাপ দিন

সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মালিফা সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তি হলেন উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এন্তাজ আলীর শেখের ছেলে মোস্তফা শেখ (৪০)।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা রাতে একটি খেয়া নৌকা পাংশার হাবাসপুর খেয়াঘাট থেকে ৩০-৩২ জন যাত্রী নিয়ে সুজানগরের সাতবাড়ীয়া খেয়াঘাটে আসছিল।
নৌকাটি পদ্মা নদীর সাতবাড়ীয়া খেয়াঘাটের অদূরে পৌঁছে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে পদ্মার পাড়ে উঠতে পারলেও সাঁতার না জনায় উক্ত মোস্তফা শেখ ডুবে যায়। নৌকা ডুবির পর থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজ করছিল। ওইদিন এলাকাবাসী মোস্তফার লাশ পদ্মা নদীর মালিফা এলাকায় ভাসতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর