নিজস্ব সংবাদদাতা : পাবনায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব। এসময় ট্রাকে করে গাঁজা সরবরাহের কারণে গাড়িটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক মো. আতিক হাসান (২৩), রংপুর জেলার কতোয়ালি থানার দহিগঞ্জ এলাকার মৃত তমসের আলীর ছেলে ও ট্রাকের হেলপার হাসানুর রহমান মুকুল (৩২), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার শিমুলবাড়ীয় এলাকার মো. খাজা মিয়ার ছেলে।
র্যাবের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবহনের মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
জানা গেছে, র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাবনা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়।
এসময় একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সংকেত দিলে ট্রাকের চালকসহ দুই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা আতিক ও মুকুলকে আটক করে। পরে ট্রাকে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে।