Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় ১০৮টি পরিবারের মাঝে বিসাও এর ত্রাণসামগ্রী বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া সোস্যাল অ্যাওয়ারনেস অর্গানাইজেশনের (বিসাও) উদ্যোগে ১০৮টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে (বিসাও) এ সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পবিত্র রমজানকে সামনে রেখে মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন অসহায় অতিদুস্থ ১০৮টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিসাও এর সকল সদস্য, বন্ধু-বান্ধব, এলাকার কিছু দানশীল ব্যক্তি ও চাকুরীজীবি হিতৈষীদের আর্থিক সহায়তায় বেড়া পৌর এলাকার হাতিগাড়া, পায়না, চকপাড়া ও দক্ষিণপাড়া মহল্লার ১০৮টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌছে দেন সংগঠনের আহবায়ক কামরুল ইসলাম তুহিন, যুগ্ন আহবায়ক মো. আ. হালিম, হাসানুর রহমান মিঠু। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, ভোজ্যতেল, আলু ও সাবান।
বিসাও এর আহবায়ক কামরুল ইসলাম তুহিন বলেন, তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দেশের এই ক্রান্তিকালে সমাজের অসহায় দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এছাড়াও যারা সাহায্য পাঠাতে আগ্রহী তাদের ( বিকাশ- ০১৭৮৮-৬২৪৯৩৯/ রকেট- ০১৮৯২-৩৬৭১৬৫) এই নাম্বারে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন কামরুল ইসলাম তুহিন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর