নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া সোস্যাল অ্যাওয়ারনেস অর্গানাইজেশনের (বিসাও) উদ্যোগে ১০৮টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে (বিসাও) এ সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পবিত্র রমজানকে সামনে রেখে মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন অসহায় অতিদুস্থ ১০৮টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিসাও এর সকল সদস্য, বন্ধু-বান্ধব, এলাকার কিছু দানশীল ব্যক্তি ও চাকুরীজীবি হিতৈষীদের আর্থিক সহায়তায় বেড়া পৌর এলাকার হাতিগাড়া, পায়না, চকপাড়া ও দক্ষিণপাড়া মহল্লার ১০৮টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌছে দেন সংগঠনের আহবায়ক কামরুল ইসলাম তুহিন, যুগ্ন আহবায়ক মো. আ. হালিম, হাসানুর রহমান মিঠু। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, ভোজ্যতেল, আলু ও সাবান।
বিসাও এর আহবায়ক কামরুল ইসলাম তুহিন বলেন, তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দেশের এই ক্রান্তিকালে সমাজের অসহায় দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এছাড়াও যারা সাহায্য পাঠাতে আগ্রহী তাদের ( বিকাশ- ০১৭৮৮-৬২৪৯৩৯/ রকেট- ০১৮৯২-৩৬৭১৬৫) এই নাম্বারে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন কামরুল ইসলাম তুহিন।