Tuesday, মে ২১, ২০২৪

আমিনপুর থানাধীন রুপপুরের অসহায়দের পাশে নুরুল ইসলাম মোল্লা

শেয়ার করতে এখানে চাপ দিন

গোলাম মাহবুব, আমিনপুর প্রতিনিধি : রুপপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোল্লা। তার এ কাজে সহযোগিতা করেন বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন।
করোনা দূর্যোগের কারণে দেশের সকল কার্যক্রম বন্ধ প্রায় এক মাসের অধিক সময় ধরে। সাধারণ মধ্যবিত্ত শ্রেণির মানুষেরও সঞ্চিত তহবিল প্রায় শেষ হয়ে আসছে। নিম্ন আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের অবস্থা আরও করুণ। এই দুর্দশার সময় ত্রাণবঞ্চিত ও চরম অবহেলিত কিছু মানুষের পাশে এসে দাঁড়ালেন তাদের বিপদের বন্ধু, দুঃসময়ের সাথী, উপজেলাবাসীর প্রাণের মানুষ আলহাজ্ব আব্দুল বাতেন ও রুপপুর ইউনিয়নের সাধারণ মানুষের অভিভাবকখ্যাত মো. নূরুল ইসলাম মোল্লা।
গত ২৬ এপ্রিল রবিবার মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বেড়া পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন এর সার্বিক সহযোগিতায় রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রুপপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম মোল্লার তত্ত্বাবধায়নে রুপপুর ইউনিয়ন ব্যাপি উপহার সামগ্রী হিসেবে প্রায় ২০০ ত্রাণবঞ্চিত গরিব, দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করা হয়।
নূরুল ইসলাম মোল্লা নিজে উপস্থিত থেকে সঠিকভাবে বিতরন কাজ তত্ত্ববধান করেন। রাতের অন্ধকারে উপহার সামগ্রী অসহায় মানুষের নিকট সঠিকভাবে পৌঁছে দেয়া নিশ্চিত করেন তিনি।
এলাকাবাসী বলেন, এর আগেও নূরুল ইসলাম মোল্লা তার নিজস্ব তহবিল থেকে আমাদের সহোযোগিতা করেছেন। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের যেভাবে সাহায্য সহোযোগিতা করতেন, চেযারম্যান না থাকা অবস্থায়ও তিনি আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকেন।
এছাড়াও শিক্ষা বিস্তারে ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বৃত্তি প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেন বলে এলাকাবাসী জানায়।
অসহায় মানুষের মাঝে সহোযোগিতার উপহার পৌঁছনো কাজ পরিচালনাকালীন নূরুল ইসলাম মোল্লা বলেন, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ আমার সহায় থাকলে আমি সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহোযোগিতা করে যেতে চাই। আপনারা সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না। আপনাদের খাবার ও ওষুধপথ্য প্রয়োজন হলে আমাদের জনাবেন। আমরা আপনাদের পাশে আছি।”
তিনি সর্বসাধারণের কাছে তার ও বেড়া পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন এর জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর