তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পাবনার সাঁথিয়ায় মেডিকেল টিম তাৎক্ষণিক নমুনা সংগ্রহে বাড়িতে বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছেন।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার সংগে সংগে মেডিকেল টিম করোনা সন্দেহে রোগীদের বাড়িতে বাড়িতে উপস্থিত হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। এ পর্যন্ত সন্দেহজনক ১৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছে।
রোববার ২৬ এপ্রিল পর্যন্ত ১১ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকিগুলোর এখনো রিপোর্ট আসেনি। উপজেলার ধুলাউরি, পৌরসভা, ধোপাদহ, ক্ষেতুপাড়া, আর-আতাইকুলা ইউনিয়ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্দেহজনক এরা সকলেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে এসেছেন। উপজেলায় মোট ৩ শ ৫৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বর্তমানে ৬২ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
তিনি আরও বলেন, অসুবিধা হলো- বাহির থেকে আগত ব্যক্তিরা পরিচয় এবং রোগের লক্ষণ গোপন রাখতে চায়।