মো. আবু আল সাইদ : সোমবার (২৭ এপ্রিল) সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সরকারি উন্নয়ন সহায়তার আওতায় ২৮লক্ষ টাকার (৫০% ভর্তুকিতে) ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা ইয়ানমার কম্বাইন হার ভেস্টার মেশিন মাত্র ১৪ লাখ টাকায় উপজেলার ছোট পাথাইলহাট গ্রামের সরোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধরী, শামসুল হক নান্নু।
কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে একই সাথে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দী করা যায়। এক (১) ঘণ্টায় তিন (৩) বিঘা জমির ধান কাটা যায়। প্রতি ঘণ্টায় মাত্র ৭-৮ লিটার ডিজেল প্রয়োজন হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিনের সুবিধা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, কৃষকবান্ধব দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকাজের উন্নয়নের জন্য কৃষকদের সুবিধার্থে আধুনিক কৃষি মেশিনারি যন্ত্রপাতি, কৃষি ভর্তূকি ও ন্যায্য এবং স্বল্পমূল্যে সার প্রদান করছেন।