মো. আবু আল সাইদ : কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানের দিকনির্দেশনামূলক পরামর্শ হুবুহু তুলে ধরা হলো : প্রিয় সাঁথিয়াবাসী, সালাম রইলো। এখনও যাদের নিজ বাড়িতে থাকতে ইচ্ছে করছে না তাদেরকে বলছি, আপনারা কি দেশের খবর রাখছেন? নারায়নগঞ্জ, কুমিল্লা, ঢাকা কুর্মিটোলায় করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজন ব্যক্তি মারা গেলেন, তাদের পরিবারের কেউ লাশটি গ্রহণ করা তো দূরের কথা! মৃত ব্যক্তির কবর দেবার ব্যবস্থাটুকুও গ্রহণ করেননি। এবার ভাবুন- আপনি কার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন? করোনা সংক্রান্তে আপনার মৃত্যু লাগবে না; শুধু অসুস্থ হয়ে দেখুন! আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশিসহ সমাজ ব্যবস্থা কেমন পাল্টে যায়। কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন বুঝবেন কী নিষ্ঠুর মানবিকতা! শুধু একবার করোনাতে আক্রান্ত হলেই দেখবেন কেউ আপনার নয় এবং আপনিও করোর জন্য নয়। সবাই আপনার পরিচিত, কিন্তু কেউ আপনার নিকট আসবে না, প্রাণের বন্ধুটাও আপনার করোনা ভাইরাসে আক্রমনের কথা শুনেই সে আপনার নামটাই ভুলে যাবে। সমস্যাটা হচ্ছে তখন আপনি বুঝেও এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য কোন মানুষকে খুঁজে পাবেন না।
সুতরাং এখনই ভাববার শেষ সময়। বিষাক্ত সাপ আপনার পায়ের কাছে কামড় দিতে ফোন তুলে বসে আছে। একটু ভুল হলেই সাপটি ছোবল দিয়ে তার বিষাক্ত বিষ আপনার শরীরে ঢেলে দিবে। ঐ এক ছোবলে শুধু আপনি নন, আপনার পরিবার, প্রতিবেশী আত্মীয়স্বজন সব শেষ। এখন পা ফেলবেন কি ফেলবেন না- এটা সম্পূর্ন আপনার বিষয়। আপনাকে ও আপনার পরিবারের সমস্যদেরকে রক্ষার দায়িত্ব শুধু আপনারই।পা বাইরে ফেললেন তো শেষ হয়ে গেলেন। তাই সময় থাকতে সর্তকতা অবলম্বন করুন। নিজে বাচুন, অপরকে বাঁচাতে সহযোগিতা করুন। কারণ মানুষ মানুষের জন্য। তাই আসুন আমরা সবাই একটু সচেতন হই এবং সর্তকতা অবলম্বন করি।আপনার আমার এই সচেতনাই পারে মহামারি করোনা ভাইরাস থেকে প্রিয় সাঁথিয়াবাসীকে রক্ষা করতে।