Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনায় আরও ২ জনের করোনা শনাক্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চৈত্রহাটি গ্রামে নতুন করে বুধবার (২৯ এপ্রিল) দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ এবং অপরজন ফরিদপুর থেকে এসেছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে জেলার পাঁচ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত মঙ্গলবার ৬ জনসহ ২৪ ঘণ্টায় জেলায় ৮ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১০ জন।
গত মঙ্গলবার ৬ জনের করোনা শনাক্ত হয়। তারা হলেন- পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব), পাবনা শহরের একজন সাংস্কৃতিককর্মী ও ভাঙ্গুড়া উপজেলার দুইজন (তারা স্বামী -স্ত্রী।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বুধবার দুইজনের করোনা শনাক্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে।
এর আগে গত ১৬ ও ১৮ এপ্রিল জেলার চাটমোহর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা দুইজনের করোনা শনাক্ত হয়। ১২ দিনের ব্যবধানে জেলায় ১০ জন করোনা আক্রান্ত হলো।
ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, পাবনায় বুধবার পর্যন্ত ২৭৬ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৪ জনের রিপোর্ট পাওয়া যায় এবং এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর