তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলাধীন আর আতাইকুলা ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের এক যুবক (২৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বলেন, সাঁথিয়া উপজেলাধীন আর আতাইকুলা ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের যুবকের আক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ওখানে উপস্থিত হন। ওই ব্যক্তির বাড়িসহ গোটা গ্রাম লকডাউন ঘোষণা করা হয় এবং বাড়িটিকে লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, ওই যুবকের করোনা পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসা পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বৃহস্পতিবার।