আমিনপুর প্রতিনিধি : বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশ ৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে আমিনপুর থানার ডিউটিরত পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার পুলিশ আমিনপুর-কলেজগেট নামক স্থানে ৩টি স্বর্ণের বারসহ দীপক কুমার কর্মকার (২৫) নামে এক পাচারকারী সদস্য কে আটক করে। উদ্ধারকৃত ৩টি স্বর্ণের বারে ৩০ ভরি সোনা থাকতে পারে বলে পুলিশের ধারনা।
আটককৃত দীপক কুমার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী গ্রামের মানিক চন্দ্র কর্মকারের ছেলে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দীপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।