তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : করোনার এই প্রাদুর্ভাব সেই সাথে ঈদকে সামনে রেখে খেটে খাওয়া মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মো. ওবায়দুল হক চেয়ারম্যান, এ.বি.এম.ইন্টার্লাইনিংস লিমিটেড।
আজ শুক্রবার (৮ মে) দুপুরে পাবনার সাঁথিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১৫০ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৫কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাইসহ খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। তার এ মহৎ উদ্যোগে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন চেয়ারম্যান ওবায়দুল হকের বড় ভাই মো. রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সাঁথিয়া পৌর শাখা।
ওবায়দুল হক বলেন, আমাদের সবার উচিত যারা বিত্তবান তারা যেন সবাই এই মহাদুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে করে তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে।
তিনি আরও বলেন, আমার এই করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের সহযোগিতা অব্যাহত থাকবে।