Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় সাংবাদিকসহ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকসহ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে চব্বিশ মাইল বাজারে। আহতরা হলেন- উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সাংবাদিক আবু সাঈদ(৩৫) । তিনি পাবনার স্থানীয় দৈনিক বিশ্ববার্তার প্রতিনিধি। অপরজন ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা একই গ্রামের আব্দুল আওয়াল(৩৬)। উভয়কে মুমূর্ষু অবস্থায় সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক আবু সাইদ জানান, আমিনপুর থানাধীন দুর্গাপুর গ্রামের জহুরালের ছেলে মনির শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাই সরকারী এডওয়ার্ড কলেজের অনার্সের ছাত্র শাহানুর শুভকে পিকাআপ ভ্যানে চাপা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার সকালে মনিরের দাদা আব্দুল করিম শালিশের কথা বলে চব্বিশ মাইল নামক স্থানে যেতে বলে। সাংবাদিক আবু সাঈদ ও যুবলীগ নেতা আব্দুল আওয়াল হোন্ডা যোগে চব্বিশ মাইল বাজারে গেলে পূর্ব পরিকল্পিতভাবে দুর্গাপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে করিমের নেতৃত্বে মনিরসহ ১০-১২জন সন্ত্রাসী দু’জনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরা চাপাতি রামদা ও লোহার রড হাসুয়া দিয়ে দুজনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা চেষ্টা চালায় এবং তাদের হোন্ডা ও মোবাইল ফােন ভাংচুর করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা. মামুন আব্দুল্লাহ জানান, উভয়ের মাথায় ধারালো অস্ত্র ও ভোতা অস্ত্রের গুরুতর জখম এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ খবর লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর