নিজস্ব প্রতিনিধি : পাবনা শহরের গোপালচন্দ্র ইন্সটিটিউশন (জিসিআই স্কুল) এর মাঠ থেকে দশ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) দুপুরে স্কুলটির বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে জিসিআই স্কুলের বাগানে ফুল গাছের আড়ালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে শিশুটির নাম পরিচয় এখনও জানা যায়নি।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, শিশুটির গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে স্কুলের গাছের কাঁচা আম খাওয়া নিয়ে বাকবিতন্ডার জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আসছে বিস্তারিত…