তাইজুল ইসলাম; সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ জুয়া আইনে ৯ জুয়ারিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১২ মে- ২০২০) উপজেলার ডাঙ্গামাঝ গ্রামের এসকল জুয়ারিদের জরিমানা করা হয়।
জরিমানা প্রদানকারীরা হলো- আনছার আলীর ছেলে মানিক চাঁদ (৪২), আরজেন শেখের ছেলে মনসুর শেখ (৩০), মৃত দিরাজ উদ্দিনের ছেলে মোজাহার আলী (৫০), আবুল হাশেম প্রামানিকের ছেলে মোজাম্মেল হক (২৫), সাত্তারের ছেলে মাহাতাব (৪০), আনোয়ার (২৭), মৃত জব্বার প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৩৮), আনছার সরদারের ছেলে নায়েব (৩০), সামাদের ছেলে সেলিম (৩৫)। প্রতিজনকে ৩হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমান আদায় করেছেন।
গত সোমবার দিনগত রাতে পাবনার সাঁথিয়া থানার এস আই আজাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ যুবককে গ্রেফতার করেছে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ।