Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে ৯ জুয়ারিকে ২৭ হাজার টাকা জরিমানা

শেয়ার করতে এখানে চাপ দিন

তাইজুল ইসলাম; সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ জুয়া আইনে ৯ জুয়ারিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১২ মে- ২০২০) উপজেলার ডাঙ্গামাঝ গ্রামের এসকল জুয়ারিদের জরিমানা করা হয়।
জরিমানা প্রদানকারীরা হলো- আনছার আলীর ছেলে মানিক চাঁদ (৪২), আরজেন শেখের ছেলে মনসুর শেখ (৩০), মৃত দিরাজ উদ্দিনের ছেলে মোজাহার আলী (৫০), আবুল হাশেম প্রামানিকের ছেলে মোজাম্মেল হক (২৫), সাত্তারের ছেলে মাহাতাব (৪০), আনোয়ার (২৭), মৃত জব্বার প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৩৮), আনছার সরদারের ছেলে নায়েব (৩০), সামাদের ছেলে সেলিম (৩৫)। প্রতিজনকে ৩হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমান আদায় করেছেন।
গত সোমবার দিনগত রাতে পাবনার সাঁথিয়া থানার এস আই আজাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ যুবককে গ্রেফতার করেছে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার এস এম জামাল আহমেদ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর