Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রতিশোধ নিতে প্রতিবেশীর ৯ মাস বয়সী শিশুকে গলাটিপে হত্যা, গ্রেফতার-১

শেয়ার করতে এখানে চাপ দিন

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে প্রতিবেশীর ৯ মাস বয়সী শিশু আভিয়া খাতুনকে গলাটিপে ও ডোবার পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আভিয়া বাবুলচরা গ্রামের স্কুলের পাশের আনছারুল মণ্ডলের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পুলিশ সাদিয়া নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, সোমবার বিকেলে শিশুটির মা মিলি খাতুন তার মেয়ে আভিয়াকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্না করছিলেন। এ সময় প্রতিবেশি সোহানের স্ত্রী সাদিয়া খাতুন পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার জন্য শিশুটিকে চুরি করে নিয়ে গলাটিপে মেরে ফেলেন। পরে বাড়ির অদূরে একটি মুরগির খামারের পাশের ডোবায় ফেলে দেন। ঘরে গিয়ে নিজের সন্তানকে বিছানায় না দেখে মিলি খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করান।
বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ডোবা থেকে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে শিশু আভিয়া হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত সাদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় হত্যা মামলা হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর