শাহীনুর রহমান শাহীন : পাবনার কাশিনাথপুরের কৃতি সন্তান সাবেক সচিব শেখ মোহাম্মদ মোবারক আজ সোমবার (১৮ মে) হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। সোমবার সকালে দারিয়াপুর গ্রামে নিজ বাড়িতে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫৯ সালের ৩ ফেব্রুয়ারি পাবনার সুজানগর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করা শেথ মোহাম্মদ মোবারক ১৯৭৫ সালে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও ১৯৭৭ সালে কাশিনাথপুর শহীদ নূরুল হােসেন ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। কিন্তু প্রথম বর্ষে অধ্যয়নকালেই তিনি মেডিকেল কলেজ থেকে ফিরে আসেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। কর্মজীবনে তিনি নওগাঁ জেলার মান্দা ও পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ম্যাজিস্ট্রেট; পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, রাজশাহী জেলার গোদাগাড়ি, কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব, পল্লিউন্নয়ন একাডেমি-বগুড়ার উপ পরিচালক, নীলফামারি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক/জেলা ম্যাজিস্ট্রেট, পাওয়ার সেলের উপ পরিচালক, বাংলাদেশ সরকারি প্রিন্টিং প্রেসের (বিজি প্রেস) উপ নিয়ন্ত্রক, চট্টগ্রাম মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-ঢাকার রেজিস্ট্রার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন ইস্পাত ও প্রকৌশল অধিদফতরের পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। কর্মজীবনের সর্বত্র তিনি সততার স্বাক্ষর রেখেছেন। ২০১৯ সালে অবসরগ্রহণের পর তিনি দ্বারিয়াপুরে নিজ বাড়িতে বসবাস করতেন।