Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

পাবনা-আমিনপুরের কৃতি সন্তান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু সাহা করোনায় আক্রান্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৭ মে) সকালে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার অসুস্থ হয়ে পড়ায় মহাপরিচালক নমুনা পরীক্ষা করান। রাতে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আছেন, উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) আতিয়া সুলতানা, সহকারী পরিচালক (তদন্ত) শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) রজবী নাহার রজনী, গাড়িচালক মিলিয়া খানম।
প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিদিনের বাজার তদারকি, ট্রাকসেল তদারকিতে নিজে অংশ নিতেন বাবলু কুমার সাহা। অভিযানের পাশাপাশি মাঠে থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাবলু সাহা পাবনার নগরবাড়ি ঘাটের সন্তান। তিনি নাটিয়াবাড়ি ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি বেড়া উপজেলার আমিনপুর থানাধীন নগরবাড়ি মডেল স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি কাশিনাথপুরের শিবপুর গ্রামে বাড়ি করেছেন।
পাবনার কৃতি সন্তান বাবলু সাহার করোনা শনাক্তের খবর জানাজানি হলে তার শুভাকাঙ্ক্ষিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া প্রার্থনা করেছেন।
পাবনার আরেক কৃতি সন্তান শিল্পী বিপ্লব দত্ত তাঁর ফেসবুক আইডিতে লেখেন- আমাদের শ্রদ্ধেয় দাদা পাবনার কৃতি সন্তান, দেশের গর্ব বাবলু কুমার সাহা সম্প্রতি রাজধানীসহ সারাদেশে বাজার মনিটরিং করে দুষ্ট চক্রের সিন্ডিকেট ভেঙ্গে সাহসী ভূমিকার মধ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণে রেখে ভোক্তা সাধারণের আস্তা অর্জন করেছেন এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সরকারের এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, করোনাযোদ্ধা এই সাহসী, উদ্দ্যোমী, আত্মত্যাগী শ্রদ্ধেয় দাদাসহ দেশের সকল করোনা আক্রান্তরা দ্রুত সুস্থ সুন্দর জীবনে ফিরে আসুন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর