তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : দেশব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় কাজ পাচ্ছে না খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এতে বিপদে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষগুলো করোনার এই ক্রান্তিলগ্নে
প্রধানমন্ত্রীর এান সহযোগিতা কার্যক্রমের অংশ হিসাবে ব্যক্তিগত অর্থায়নে নিজ উপজেলা সাঁথিয়া উপজেলার বোয়ালমারী, আমোষ, ছেচানিয়া, কারিগর পাড়া, শালঘর, ধোপাদহ, সলংগী, নাগডেমরার পাটগাড়ী গ্রামের অসহায় দুস্থ পরিবারের মাঝে এান বিতরণ করেন বঙ্গবন্ধু পেশাজীবি কল্যান পরিষদের সহসভাপতি ও এবিএম ইন্টারলাইনিন্স এর চেয়ারম্যান ওবায়দুল হক।
এান পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষেরা। এান বিতরণের সময় সার্বিকভাবে সহযোগিতা করেন তার বড় ভাই মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সাঁথিয়া পৌর শাখা।
চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, এান বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে পারিনি। তবে বড় ভাইদের সাথে আধুনিক যোগাযোগের মাধ্যমে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
তিনি আরও বলেন, সমাজের সকল বিত্তবান যদি দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে তাহলে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কর্মহীনদের দুর্ভোগ লাঘব হবে।