পাবনা প্রতিনিধি : পাবনা শহরসহ উপজেলার সকল মার্কেট, শপিংমল, দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়। তবে নিত্য প্রয়োজনীয় ও ফার্মেসী আগের নির্দেশনা অনুযায়ী খোলা থাকবে।
পাবনায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি না মানা ও ব্যাপক ভিড় হওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের এই আদেশ জেলা শহরে মানা শুরু হলেও উপজেলার কোথাও মাথা হচ্ছে না। জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র কাশিনাথপুরে আজ সোমবারের চিত্র ছিল ভয়াবহ। এখানে প্রশাসনের কোন নজরদারী না থাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত সব ধরণের শপিং মল খোলা রেখেছিল ব্যবসাযীরা। বেড়া ও সাঁথিয়া উপজেলা সদরেও একই অবস্থা বিরাজ করেছে।