তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : বিশ্বব্যাপী আতংকের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আমাদের দেশও। দেশের মানুষকে সুস্থ রাখতে সরকার প্রায় সকল প্রকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এতে কর্মহীন হয়ে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষেরা। এ অসহায় কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন অধ্যাপক ডা. এম, এ,আউয়াল ও তার সহধর্মিণী অধ্যাপক ডা. হোসনেআরা।
প্রধানমন্ত্রীর এাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে আজ মঙ্গলবার ৩ টার দিকে পাবনার সাঁথিয়া পৌরসভার কারিগরপাড়া গ্রামে প্রায় ৭০ টি অসহায় দুস্থ ও দিনমজুর পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়।
অধ্যাপক ডা. এম, এ আউয়াল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেকে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ঘরে থাকবেন।
তিনি আরও বলেন, নিজেদেরকে রক্ষায় নিজেদেরই সচেতন থাকতে হবে।