তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় নতুন করে ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল। এদের ৭ জনের মধ্যে ৩ জন নার্স, ১ জন স্যাকমো, ১ জন সিএফসিপি, ১ জন এমটি ল্যাব ও একজন হাসপাতালের এক স্টাফের মেয়ে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, ১০ মে সাঁথিয়া থেকে ৪৩ জনের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ০৯ মে সাঁথিয়া হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান আব্দুল কাদেরের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপরই হাসপাতালের সকল স্টাফদের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়।
এদিকে ভাঙ্গুড়া উপজেলায় আজ আরেকজন করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে একদিনে পাবনায় মোট ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়লো বলে স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়।