নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (২১ মে) পাবনা শহরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি শহরের কালাচাঁদপাড়া বলে জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম জাফর। জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ পাবনায় মোট ১১টি রিপোর্ট এসেছে যার মধ্যে শহরের ওই ব্যক্তির করোনার রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। এ নিয়ে পাবনা জেলায় এ পর্যন্ত ২৮জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।