মো. বিল্লাল মোল্লা, নিজস্ব প্রতিনিধি: ঘুর্ণিঝড় আম্ফানের কবলে উড়ে গেছে বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর কে.জে.বি ডিগ্রি কলেজের পুরাতন অফিস ভবনের টিনশেড ঘরের চাল। ভেঙ্গে গেছে ঘরের চারপাশের দেয়ালের কিছু অংশ। জানা যায়, কলেজ প্রতিষ্ঠার পর কলেজের অফিস ভবনের জন্য বেড়ার ফজলুর রহমান ফকির এই ঘরটি অনুদান হিসাবে প্রদান করেন। পরবর্তীতে উক্ত ভবন শ্রেণিকক্ষ হিসাবে ব্যবহার করা হতো। ২০ মে দিবাগত রাতে দেশের উপরদিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় আম্ফানের কবলে পরে উড়ে যায় ঘরের চাল, ভেঙ্গে পরে দেয়ালের কিছু অংশ। এতে কলেজ শ্রেণিকক্ষের সংকটে পরবে বলে আশংকা করছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজে বর্তমানে এইচএসসি, এইচএসসি (বিএম) ও ডিগ্রি শাখা মিলিয়ে প্রায় ২০০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম বিশ্বাস বলেন, “প্রায় ৪০ হাত লম্বা এই ভবনটি কলেজের ক্লাসরুম হিসাবে ব্যবহার করা হতো। ভবনটি ভেঙ্গে পড়ায় ভবিষ্যতে কলেজটি শ্রেণিকক্ষ সংকটে পড়তে পারে। টিনের চাল ও দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
বেড়া উপজেলাধীন মাশুন্দিয়া ইউনিয়ন একটি জনবহুল এলাকা। এই এলাকায় এক সময় শিক্ষা ব্যবস্থায় ছিল করুণ দশা। সেই অবস্থা থেকে মুক্ত হতে এলাকার কিছু সচেতন মানুষের চেষ্টায় মাশুন্দিয়া ভবানীপুর প্রত্যন্ত গ্রামে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। এরপর ২০০৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) এবং ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাশ) কোর্স চালু করা হয়। কলেজটিতে অনার্স কোর্স চালু করার প্রক্রিয়া চলছে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়।