Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

কাশিনাথপুর ব্রিজের নিচে ময়লা-আবর্জনার স্তুপ, মাঝেমধ্যেই জ্বলছে আগুন

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনা-কাজীরহাট মহাসড়কের কাশিনাথপুর ব্রিজের নিচে বেশ কিছুদিন ধরেই আগুন জ্বলছে। এতে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। কাশিনাথপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে বেশ কয়েকবার আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও স্থায়ীভাবে কোনো সমাধান করা হয়নি।
আত্রাই নদীর উপরে অবস্থিত এই ব্রিজের নিচে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলার কারণে এখন ভাগারে পরিণত হয়েছে। পানি না থাকায় বেশ কিছুদিন ধরে এখানে জ্বলছে আগুন। কখনো আগুনের তীব্রতা একটু কম, আবার কখনো তা বিকট আকার ধারণ করে। আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক থাকলেও কেউ এর সমাধানে এগিয়ে আসছে না, কোন প্রদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন নির্বিকার, জনপ্রতিনিধিদের ভ্রুক্ষেপ নেই।


স্থানীয় কয়েক ব্যবসায়ী জানান, বাজারের ময়লা-আবর্জনা ও মুরগির ড্রেসিং এর বর্জ্য রাতের অন্ধকারে ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেওয়ায় ময়লার স্তুপ সৃষ্টি হয়েছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ এবং দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এছাড়া বড় ধরণের অগ্নিকান্ডের আশঙ্কাও দেখা দিয়েছে। ব্রিজের দক্ষিণে রয়েছে কাঁচাবাজার ও মসজিদ। এখানে প্রায় ৫০টির মতো কাঁচা ঘর রয়েছে। আবার উত্তর-পূর্বে রয়েছে মসজিদ ও মার্কেট এখানে প্রায় শতাধিক দোকানপাট রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাশিনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কলেজ শিক্ষক শফিকুল আলম খান টিটুল জানান,“বেশ কিছুদিন ধরে ব্যবসায়ীরা আতঙ্কে ভূগছে। ব্রিজের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ না করলে এ আগুন নিয়ন্ত্রণে আসবে না।”

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর