পাবনা প্রতিনিধি : পাবনায় রিভালবার শুটারগান, বোমা, গুলিসহ ৩ অস্ত্রধারী র্যাব-১২’র হাতে গ্রেফতার। আজ শনিবার (২৩ মে) ভোর তিন টার দিকে পাবনা সদর থানাধীন দক্ষিণ আটোয়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি বিদেশী রিভালবার, ২ টি ওয়ান শুটারগান, ৭ টি হাত বোমা, ৫ রাউন্ড গুলি, ৫ টি কার্তুজ ও রামদাসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১২। আটকৃতরা হলো- পাবনা সদর থানাধীন দক্ষিণ আটোয়া (চামড়ার গোডাউন) গ্রামের মো. মনোয়ারুল বাবুর ছেলে সোয়াদ আলম আপেল (৩৩), পশ্চিম সাধুপাড়া গ্রামের মৃত মোস্তফার ছেলে সুমন (৩২) ও মৃত আব্দুস সামাদের ছেলে মো. রফিক (৩১)।
এ বিষয়ে পাবনা আঞ্চলিক র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করেছে। উক্ত খবরে তাৎক্ষণিক আমরা সদর থানাধীন দক্ষিণ আটোয়ার চামড়ার গোডাউন রোড হতে অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আটক করি।