বেড়া প্রতিনিধি : পাবনা বেড়া সোস্যাল অ্যাওয়ারনেস অর্গানাইজেশন (বিসাও) এর উদ্যোগে দ্বিতীয় দফায় ১২০ টি অসহায় ও দুস্থ পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকাল ১০ টায় বেড়া হাতিগাড়া ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করা হয়।
জানা যায়, (বিসাও) একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
সোস্যাল অ্যাওয়ারনেস অর্গানাইজেশন (বিসাও) এর উদ্যোগে ২য় দফায় বেড়া পৌরসভার হাতিগাড়া, চকপাড়া ও পায়নার অসহায় ও দুস্থ ১২০ টি পরিবারকে ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বিসাও এর উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমান রকেট,আশরাফুল বারী লেলিন ও মো. ইব্রাহিম হোসেন। অতিথিবৃন্দরা করোনা ভাইরাস প্রতিরোধের উপায় ও করণীয় বিষয় নিয়ে এবং বিসাও এর সার্বিক সাফল্য কামনা করে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আহবায়ক কামরুল ইসলাম (তুহিন)। সার্বিক সহযোগিতায় ছিলেন বিসাও এর সকল স্বেচ্ছাসেবী ও সদস্যবৃন্দ। বিসাও ইতোপূর্বে বিভিন্ন সামাজিক কর্মসূচী যেমন জীবাণুনাশক ছিটানো, মাস্ক বিতরণ, বেড়া পৌরসভার সকল মসজিদে ৫ টি করে সাবান বিতরণ ও ১০৮ টি পরিবারকে ত্রাণ বিতরণ করেছে। সমাজের বিত্তবানদের বিসাও এর মাধ্যমে অসহায় ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ : ০১৭৮৮৬২৪৯৩৯, রকেট : ০১৮৯২৩৬৭১৬৫।