নিজস্ব প্রতিনিধি : আজ রোববার (২৪ মে) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ছাতক বরাট গ্রামের এক পুকুর পাড়ের আম গাছ থেকে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রউফ (৫৫) নামের ওই গরু ব্যবসায়ী ছাতক বরাট গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা ও ওই গ্রামের এস্কেন শেখ এর ছেলে।
নিহতের পরিবারের দাবী, আব্দুর রউফ গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্ত করলে এর রহস্য জানা যাবে।