Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

করোনায় পাবনার আরও একজনের মৃত্যু

শেয়ার করতে এখানে চাপ দিন

ঈম্বরদী প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার মুলাডুলি মৃদ্ধাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কঠোর সতর্কতার মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা তার দাফন কাজ সম্পন্ন করেন।
এর আগে সকালে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ওই ব্যক্তি। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার বাড়ি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি গত ২১ মে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৫ মে) তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, ওই ব্যক্তি মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন পাবনা সদরের মেরিন বাইপাস এলাকায় বসবাস করতেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, জন্মস্থান ঈশ্বরদীতে হওয়ায় তার পরিবারের লোকজন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে দাফনের আবেদন জানান। মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ ঈশ্বরদী নিয়ে আসার পরপরই সতর্কতার সঙ্গে পুলিশ পাহারায় দাফন করা হয়।
এর আগে গত রোববার (২৪ মে) পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর এলাকার বাসিন্দা এলজিইডির প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা ঢাকার রিজেন্ট হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরে সোমবার (২৫ মে) ভোরে সরকারি নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর