সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগরে বখাটেদের সর্পিল ভঙ্গিতে মোটরসাইকেল চালানোর কারণে প্রাণ গেল জানিক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর। এ সময় আহত হয়েছেন সর্পিল ভঙ্গিতে মোটর সাইকেল চালানো ওই ৩ যুবক।
মঙ্গলবার বিকালে পাবনা-সুজানগর সড়কের চরতারাপুর কৃষ্ণতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জানিক সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে সর্পিল ভঙ্গিতে দ্রুত বেগে ৩ বখাটে একটি মোটর সাইকেলে যাচ্ছিলো। তারা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কৃষ্ণতলা নামক স্থানে পৌঁছুলে উল্টোদিক থেকে আসা এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্য মোটরসাইকেল আরোহী জানিক ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় বখাটে ৩ আরোহী আহত হয়। তাদের মধ্যে ১ জনের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তবে সংজ্ঞাহীন থাকায় পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জানিক স্বাভাবিকভাবেই মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৩ বখাটে দ্রুত গতিতে উল্টাপাল্টা করে রাস্তা জুড়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আরও জানান, প্রতিদিন শতাধিক বখাটে প্রতিযোগিতা করে রাস্তা দিয়ে এভাবে মোটর সাইকেল চালায়। কিন্তু প্রশাসন এব্যাপরে নির্বিকার।