নিজস্ব প্রতিনিধি : এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কাশিনাথপুর ও পার্শ্ববর্তী এলাকায় র্শীষস্থান লাভ করেছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। এই স্কুলের বিজ্ঞান শাখা থেকে মোট ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫ জন জিপি-৫ ও বাকি ৩৫ জন শিক্ষার্থী এ-গ্রেড পেয়ে এলাকায় শীর্ষে অবস্থান করছে। কাশিনাথপুর বিজ্ঞান স্কুল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে নবম শ্রেণিতে মাত্র ৭০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। ২০২০ সালেই প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া ২০১৯ সালে এই স্কুলের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২ জন জিপিএ-৫ পেয়ে কাশিনাথপুর ও এর পাশ্ববর্তী এলাকায় প্রমাণ করে এর শ্রেষ্ঠত্ব।
এলাকায় শীর্ষ অবস্থানে থাকা প্রসঙ্গে প্রতিষ্ঠানের সভাপতি ডা. আমিরুল ইসলাম সানু বলেন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় করা ও স্কুলের সুশৃঙ্খল পরিবেশের কারণে ফলাফল ভালো করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় কিছু অসাধু মহলের নানারকম সমালোচনার মুখেও আমরা কাশিনাথপুর বিজ্ঞান স্কুলকে নিয়ে সামনের দিকে পথচলা শুরু করি। এলাকার তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আমাদের স্কুলের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করতেন। অনেকেই বলতেন- কাশিনাথপুরে বিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠান করে পড়াবে কারা? গণিত-বিজ্ঞান পড়ানোর শিক্ষক পাবে তো? ’আমরা পাছে লোকে কিছু বলে’র ভয় পাইনি। আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা একটা সন্তােষজনক ফলাফল করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।