শেখ রুবেল আহমেদ, সুজানগর : পাবনার সুজানগরে মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসে ২ দিনে ৩ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুল ও নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে জানু শেখের ছেলে মোরাদ হোসেন ও লালন খানের ছেলে ইমরান খান নামক ৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।শুক্রবার ও শনিবার ২ দিনে ৩ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান । তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসেছে, তাদের নমুনা পরীক্ষা ওখানেই হয়েছে, তবে করোনা আক্রান্ত আগের দুইজন সুস্থ হয়ে উঠেছেন।
নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়া গ্রামের নতুন আক্রান্ত ব্যক্তিরা মোবাইলের ম্যাসেজ এর মাধ্যমে করোনা ভাইরাস পজেটিভ সংবাদ পেয়েছেন। সে বিষয়টি প্রশাসনকে অবগত করেন নাজিরগঞ্জ ইউনিয়নের তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ লিমন। বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ও স্থানীয় প্রশাসন ওই বাড়ি লকডাউন ঘোষণা করেন।