শাহিনুর রহমান শাহিন : পাবনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে। শনাক্তদের মধ্যে সদরে ১০ জন ও সুজানগর উপজেলার ৩ জন। মঙ্গলবার (২ জুন) খবরটি নিশ্চিত করেছেন পাবনা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর।
তিনি আরও জানান, এখনও পাবনার চার শতাধিক রিপোর্ট আসার অপেক্ষায় আছে। এ পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। এছাড়া ঢাকা বা অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে পাবনা জেলায় অবস্থান করছেন আরও ৬ জন।