শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগরে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাজশাহী পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এমন তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। এদের মধ্যে ১ জন পৌরসভার ও বাকী ২ নাজিরগঞ্জ ইউনিয়নের। প্রথম জন সুজানগর পৌরসভার কালি বাড়ির মৃত হরিপদ সাহার ছেলে পৌর বাজারের মুদি ব্যবসায়ী উত্তম কুমার সাহা। বাকি দুই জন উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল ও বরখা পুর গ্রামের মৃত নাদের বিশ্বাসের ছেলে মশিউর রহমান।
স্থানীয় সচেতন মানুষ বলছেন, মানুষের মধ্যে কোনো স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। সবাই মুক্ত মনে ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত পৌর বাজার লকডাউন না দিলে অবস্থা আরো বেগতিক হবে বলে এমনটাই ধারণা করা হচ্ছে।