শাহিনুর রহমান শাহিন : করোনা উপসর্গ নিয়ে পাবনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি জেলার সুজানগর ও অপরজনের বাড়ি চাটমোহর উপজেলায়। মঙ্গলবার দিবাগত রাতে তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, সুজনগর উপজেলা থেকে সুমন হোসেন (৬৫) নামের এক ব্যক্তি গত ১ জুন জ্বর-ঠান্ডা-কাশির উপসর্গ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। করোনা উপসর্গ থাকায় তাকে সন্দেহভাজন রোগী হিসেবে আইসোলেশন ইউনিটে রাখার পর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার পরীক্ষার রিপোর্ট এখনো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছেনি। গত রাতে তিনি মারা যান।
চাটমোহর উপজেলায় আটলঙ্কা নতুনপাড়া নজরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মারা গেছেন। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ঐ ব্যক্তি এ্যাজমা রোগী ছিলেন বলে পারিবারিক সূত্র দাবী করেছে। মঙ্গলবার রাতে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়েছে।