শাহিনুর রহমান শাহিন : পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর ব্রিজে উঠতেই ঠিক বাম পাশের রাস্তার কিছু অংশ ভেঙ্গে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কিছু অংশ ভেঙ্গে দেবে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে পাবনা থেকে কাজীরহাট, সিরাজগঞ্জ, বগুড়া ও ঢাকা রুটে পাঁচ শতাধিক বাসসহ সব ধরণের যানবাহন। অসর্তকতায় কোন যানবাহন একটু বামে চাপ দিলেই অন্য গাড়িটির কী অবস্থা হতে পারে, তা প্রকাশিত ছবি দেখলেই বুঝা যাবে। বেশ কিছুদিন ধরে সড়কটির এই বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত সওজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয়রা সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও তারা গড়িমসি করছে সড়কটি মেরামত করতে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বেহালদশা কবে নাগাদ সংস্কার করা হবে- কর্তপক্ষ জবাব দেবেন কি?