Tuesday, মে ২১, ২০২৪

সুজানগরের ক্যানাল সংস্কার কাজের উদ্বোধন

শেয়ার করতে এখানে চাপ দিন

শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগরে পানি নিষ্কাশন ক্যানাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপজেলার ভিটবিলা নায়েব আলী খানের বাড়ি হতে হাটখালী রোস্তম আলী শেখের বাড়ি পর্যন্ত প্রায় ২কিলোমিটার দীর্ঘ ওই ক্যানাল সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান জালাল উদ্দিন, আ’লীগ নেতা আব্দুর রশিদ মাস্টার, বাকিবিল্লাহ প্রমূখ।
উল্লেখ্য ক্যানালটি সংস্কার হলে উপজেলার মানিকহাট এবং হাটখালী ইউনিয়নের শতশত একর ফসলী জমির জলাবদ্ধতা দূর হবে। এতে ওই সকল জমিতে ফসল আবাদে নতুন দিগন্তের সূচনা হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর