শাহিনুর রহমান শাহিন : গত ২৪ ঘণ্টায় পাবনায় র্সবোচ্চ ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজলোয় ৯ জন, সুজানগর উপজলোয় ৫ জন, ঈশ্বরদী উপজেলায় ৩ জন এবং আটঘরিয়া উপজেলায় ২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে পাবনা জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২ জনে।
পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।