তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে দাঁড়ানো ট্রাকের পিছনে ঢুকে অমিত (১৪) নামে এক হোন্ডা আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে সাঁথিয়ার আতাইকুলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের রুস্তম আলীর ছেলে।
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই সাথে তিন বন্ধু সর্পিল ভঙ্গিতে এক হোন্ডায় যাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পেরে আতাইকুলা বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ঢুকে চালক গুরুতর আহত হয়। স্হানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।