ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, রূপপুর প্রকল্পে কর্মরত ৩ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এরা সকলেই বাংলাদেশী। রাশিয়ানসহ কোন বিদেশী নাগরিকের পজিটিভ রিপোর্ট আসেনি বলে তিনি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্তরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বদিউল ইসলাম (৬১), রাজশাহীর চারঘাট থানার মাজহারুল ইসলাম (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাকিবুল হোসেন (১৯)।
ডা. আসমা খান আরও জানান, গত ২ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশী নাগরিকসহ মোট ১৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। শুক্রবার রাত আটটার দিকে এদের রিপোর্ট পাওয়া গেছে। এই রিপোর্টে ১৩৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে বলে তিনি জানিযেছেন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি তদন্ত জানান, বদিউল ও মাজাহারুলের সাথে ফোনে যোগাযোগ হয়েছে। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছে। তারা যে করোনায় আক্রান্ত হয়েছেন, এটা এখনও জানেন না। তাদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। কিন্তু রাকিবুলকে বারবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নিএবং তার বর্তমান অবস্থানও জানা সম্ভব হয়নি। আক্রান্তরা সকলেই রাশিয়ান সাব-ঠিকাদারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে তিনি জানিয়েছেন।