শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : সারা দেশের সাথে তাল মিলিয়ে করোনা দফায় দফায় বেড়েই চলেছে। এর মধ্যে সুজানগর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৫ জন। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
সুজানগর উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনগণের মধ্যে কোন জনসচেতনতা লক্ষ্য করা যায় না।
অসচেতনতার কারণেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সুজানগর উপজেলায় নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন- সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের দুলাল সিকদার (৩৫), মানিকদীর গ্রামের আলমগীর হোসেন (৪৮) ও পলি (২২), কামালপুরের সাইফুল আলম (৫০), রফিকুল ইসলাম (৪৫)।