Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

সাঁথিয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করতে এখানে চাপ দিন

তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউরিতে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা স্কুল ছাত্রী স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে এই ন্যাক্করজনক ঘটনাটি ঘটে। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানার বিলসলংগী গ্রামের মো. মাসুদ রানার পুত্র মো. আকাশ মোল্লা (১৯) কে আসামী করে মামলা দায়ের করেছেন।
ধর্ষিতার পরিবার ও থানার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রী পাবনা শহরে তার মেজো বোনের বাড়ির যাবার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। সে রাওতি গ্রামের রাস্তার উপর পৌঁছালে আসামি আকাশ উক্ত স্থানে সিএনজি নিয়ে আসে এবং ওই ছাত্রীর সঙ্গে কথাবার্তা বলে নাবালিকা মেয়েকে ফুসলিয়ে উক্ত সিএনজিতে উঠিয়ে ফুলবাড়িয়া গ্রামের জনৈক সাইফুলের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর