তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউরিতে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা স্কুল ছাত্রী স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে এই ন্যাক্করজনক ঘটনাটি ঘটে। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানার বিলসলংগী গ্রামের মো. মাসুদ রানার পুত্র মো. আকাশ মোল্লা (১৯) কে আসামী করে মামলা দায়ের করেছেন।
ধর্ষিতার পরিবার ও থানার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রী পাবনা শহরে তার মেজো বোনের বাড়ির যাবার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। সে রাওতি গ্রামের রাস্তার উপর পৌঁছালে আসামি আকাশ উক্ত স্থানে সিএনজি নিয়ে আসে এবং ওই ছাত্রীর সঙ্গে কথাবার্তা বলে নাবালিকা মেয়েকে ফুসলিয়ে উক্ত সিএনজিতে উঠিয়ে ফুলবাড়িয়া গ্রামের জনৈক সাইফুলের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।