শাহিনুর রহমান শাহিন : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে পাবনার ৩১ জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা একদিনে এ যাবৎকালের হিসেবে সর্বোচ্চ। এদের মধ্যে একজন চিকিৎসকও আছেন। বিষিয়টি নিশ্চিত করেছেন রামেক করোনা ল্যবের পরিচালক প্রফেসর ডা. সাবেরা গুল নাহার।
পাবনার সিভিল সাজন ডা. মেহেদী ইকবালও একই তথ্য নিশ্চিত করেন। শনিবার সন্ধ্যায় তার দেয়া তথ্য মতে, পাবনা সদর উপজেলায় ২৬ জন, ঈশ্বরদী উপজেলায় ১ জন চিকিৎসকসহ ৪ জন ও আটঘরিয়া উপজেলায় ১ জন। এ নিয়ে পাবনা জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।
এই দিনে জেলায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১ জন হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ জন।