Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

পাবনায় করোনা রোগী নিয়ে তথ্য বিভ্রাট, একদিনে ৫৭ জন শনাক্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় পাবনায় মোট ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও সন্ধ্যায় ৩১ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে পাবনার ৩১ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন রামেক করোনা ল্যবের পরিচালক প্রফেসর ডা. সাবেরা গুল নাহার। সন্ধ্যায় পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালও একই তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে পাবনা সদর উপজেলায় ২৬ জন, ঈশ্বরদী উপজেলায় ১ জন চিকিৎসকসহ ৪ জন ও আটঘরিয়া উপজেলায় ১ জন রয়েছেন। তবে রাতে তিনি পুনরায় গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে জানান, একই দিনে ঢাকায় ১৭৮ জনের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল। এর মধ্যে ২৬ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। যা একদিনে এ যাবৎকালের হিসেবে সর্বোচ্চ। ঢাকার রিপোর্টের ২৬ জনের তথ্যের মধ্যে ঈশ্বরদী ২ জন, সদরে ১২ জন, সুজানগর ৮ জন, আটঘরিয়ায় ১ জন, ভাঙ্গুড়ায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনা জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর